আগামী দু-এক মাসের মধ্যেই বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সংলাপে আহ্বান জানানোর কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে বিএনপি নেতারা বলছেন, ডাক এলেও তাঁরা সাড়া দেবেন না। এর আগে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপেও বিএনপি অংশ নেয়নি।
এখন পর্যন্ত দলটির নীতিগত অবস্থান হচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। আলোচনা হবে শুধু নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়—এটাই তাদের মূল দাবি।