শুধু ভোগপণ্য কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নয়, সব কিছুর সঙ্গে নীরবে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দামও।
অতি জরুরি বিষয় হওয়ার কারণে ভোক্তারা ওষুধের দাম নিয়ে দরকষাকষির সময় ও সুযোগ কোনোটিই পান না। যে কারণে বছরের পর বছর ধরে ওষুধের বাজার অনেকটা নিয়ন্ত্রণহীন।
বিশেষ করে মূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কমিটি ছয় বছর আগে বিলুপ্ত করায় ওষুধ কোম্পানিগুলোর অবস্থা অনেকটা পোয়াবারো। অবস্থাদৃষ্টে যাকে অনেকে মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন।
এদিকে দাম নিয়ে তদারকি করার যেহেতু কেউ নেই, তাই ঔষধ প্রশাসনও এক রকম নির্বিকার নিধিরাম সর্দারের ভূমিকায় থাকা প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরাও জোড়াতালি দিয়ে দায় সারছেন।