পাম অয়েল রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার কৃষকরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কৃষকদের আয় অনেকাংশে কমে গেছে বলে দাবি করা হচ্ছে। খবর রয়টার্সের।
বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়ায় গত ২৮ এপ্রিল অভ্যন্তরীণ ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে অপরিশোধিত পাম তেল এবং এর কিছু ডেরিভেটিভ পণ্যের চালান বন্ধ করে দেয়। যার ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ ভাল রকমের ধাক্কা খায়।
এদিকে ইন্দোনেশিয়ায় পাম অয়েল রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যিক সুবিধা নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রপ্তানিকারক দেশ মালয়েশিয়া। ইন্দোনেশিয়ান পাম অয়েল বাজারের শূণ্যতা মালয়েশিয়া পূরণ করছে। বিক্ষোভকারীদের প্লেকার্ডেও লেখা ছিল, ক্ষতিগ্রস্থ ইন্দোনেশিয়ার কৃষক আর মালয়েশিয়ান কৃষকের মুখে হাসি।