৫ বছর আর ৬১ ইনিংসের খরা কাটল তামিম-জয়ের জুটিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২২, ১২:২৬

চট্টগ্রাম টেস্টের আগে যখন এই সংস্করণে উদ্বোধনী জুটিতে শতরান পেয়েছিল বাংলাদেশ, তখনও দলের অধিনায়ক মুশফিকুর রহিম, কোচ চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের এখনকার স্পিন কোচ রঙ্গনা হেরাথ তখনও শ্রীলঙ্কা দলে খেলে যাচ্ছেন দাপটে। সেই ম্যাচে ছিলেন অধিনায়কও। এসবই বলে দিচ্ছে, কত আগের ঘটনা সেটি। মাহমুদুল হাসান জয়ের বয়স তখনও ১৬। সেই জয় আর চেনা মুখ তামিম ইকবালকে দিয়ে এতদিন পর কাটল খরা।


শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিনেই ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তামিম ও জয়। তৃতীয় সকালে জুটি অনায়াসেই পেরিয়ে যায় শতরান। শেষ হয় বাংলাদেশ ক্রিকেটে একটি অপেক্ষার। অবিশ্বাস্য হলেও সত্যি, শুরুর জুটিতে শতরান এলো ৫ বছর ও ৬১ ইনিংস পর!


সবশেষ উদ্বোধনী জুটিতে শতরান পেয়েছিল ২০১৭ সালের মার্চে, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষেই। গলে দলের বড় হারের ম্যাচে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার।


সেই জুটিকে ছাড়িয়ে এবার তৃতীয় দিন লাঞ্চ পর্যন্ত তামিম-জয়ের অবিচ্ছিন্ন জুটির রান ১৫৭।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us