একদিনের পেট্রোল মজুত আছে: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:৩০

আর মাত্র একদিনের পেট্রোল মজুত আছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।


বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রনিল বিক্রমাসিংহে।


চলমান সংকট নিরসনে জরুরিভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন বলে ভাষণে উল্লেখ করেন তিনি। কিন্তু অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত দেশটির প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না।


তিনি বলেন, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।


তবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রল ও ডিজেলের দুটি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছাবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us