যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকালে বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। অভিযুক্তকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। এমন ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, শনিবার ব্যস্ত সুপার মার্কেটটিতে প্রবেশ করে ওই তরুণ। সে এই হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ‘হিংসাত্মক চরমপন্থা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে।