দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাত্ক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।
দেশটির সরকার জানিয়েছে, গতকাল বা তার আগে রপ্তানির জন্য অনুমোদিত গম শুধু চালানের অনুমতি দেওয়া হবে।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তবে সরকার অন্যান্য দেশের অনুরোধে রপ্তানির অনুমতি দেবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা পরিচালনা এবং প্রতিবেশী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদা পূরণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।