সংকটের মধ্যে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। এবার তিনি সরকার অর্থাৎ অন্যান্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটিতে এখনো বিক্ষোভ চলছে। শুক্রবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে এখনো শত শত মানুষ বিক্ষোভ করছেন। এরা আগে রাজাপাকসের পদত্যাগের দাবিতে সেখানে স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।