যোধপুরে ঈদের দিন সংঘর্ষের পর গ্রেপ্তার ৯৭, কারফিউ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২২, ১০:১৮

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে ঈদের দিন ও তার আগের দিন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ পর্যন্ত ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোতের নিজ শহর যোধপুরের উদয় মন্দির ও নাগোরি গেট এলাকাসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি আছে, গুজব ছড়ানো ঠেকাতে ইন্টারনেটও বন্ধ রাখা হয়েছে।


সোমবার শহরের জালোরি গেট গোলচক্করে ঈদের পতাকা লাগানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এদিন রাতে সংঘর্ষরতদের পাথর নিক্ষেপে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।


যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব পালনকারী ও ঈদ পালনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার ঈদের দিনও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শহরের কয়েকটি এলাকায় কারফিউ জারি করে। 


মুখ্যমন্ত্রী গেহলোত সংঘর্ষে বিজেপির ভূমিকা আছে বলে অভিযোগ করেন। এনডিটিভিকে মঙ্গলবার তিনি বলেন, “এটি বিজেপির কাজ, কারণ লাগাম ছাড়া মূল্যস্ফীতি, বেকারত্ব সামাল দিতে না পারছে না তারা।তাই মনোযোগ অন্যদিকে সরাতে ভেবেচিন্তেই এসব করছে তারা।”   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us