কুমিল্লা ভিক্টোরিয়ানসের মন্ত্রে সেরা শেখ জামাল

প্রথম আলো প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১১:৪৪

ইমরুল কায়েস বরাবরই ছায়ায় ঢাকা এক চরিত্র। বাংলাদেশ দলের অনেক সাফল্যেই তাঁর অবদান থাকলেও বেশির ভাগ সময় সেগুলো ঢাকা পড়ে গেছে অন্য কারও পারফরম্যান্সের আড়ালে। ইমরুলকে নিয়ে তাই আলোচনাটা সব সময়ই কম।


সেই ইমরুল এবার আলোচনায় ঘরোয়া ক্রিকেটে ‘ডাবল’ জেতে। গত ফেব্রুয়ারিতে অধিনায়ক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দেওয়ার পর এবার এক ম্যাচ বাকি থাকতেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। দলে জাতীয় দলের তারকা ক্রিকেটার বলতে নুরুল হাসান, তাঁকেও পাওয়া গেছে সুপার লিগে এসে। বিপিএলে না হয় চ্যাম্পিয়ন হয়েছিলেন মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনীল নারাইনদের মতো বিদেশিদের হাত ধরে, কিন্তু প্রিমিয়ার লিগেও সেই সাফল্যের ধারাবাহিকতা টেনে আনা তো কৌতূহল জাগায়ই, বিশেষ করে ইমরুলের দল শেখ জামাল যখন মোটেও তারার আলোয় উজ্জ্বল নয়।


ইমরুলের কাছে অবশ্য বিষয়টা খুবই সাদামাটা। একবাক্যে বললে, বিপিএলে কুমিল্লাকে যে সূত্র মেনে চ্যাম্পিয়ন করিয়েছেন, প্রিমিয়ার লিগেও ঠিক সেই সূত্রেই জিতেছেন শিরোপা। প্রিমিয়ার লিগে এর আগে কখনোই শিরোপা না জেতা শেখ জামালকে ভিক্টোরিয়ানসের মন্ত্রেই উজ্জীবিত করেছেন ইমরুল, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসে দল যেমনই হোক, চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো কথা নেই। আপনি যখন প্রতিদিন চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হব বলবেন, তখন চ্যাম্পিয়ন না হলেও কাছাকাছি যাবেন।’


কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে পাঁচ মৌসুম বিপিএল খেলে সাফল্যের এই মন্ত্রটা মনের মধ্যে গেঁথে নিয়েছেন ইমরুল। শেখ জামালের সাফল্যের চাবি হয়েছে সেটাই, ‘আমাকে যখন দায়িত্ব (শেখ জামালের অধিনায়কের) দেওয়া হয়েছিল, প্রথম টিম মিটিংয়েই বলেছিলাম, আমি চাই না প্রতিবছরের মতো এবারও দল টেনেটুনে সুপার লিগে উঠুক। আমি চ্যাম্পিয়ন হতে চাই।’


শুরুতে ইমরুলের কথায় অনেকে আস্থা রাখতে পারেননি। কিন্তু আস্তে আস্তে অধিনায়ক বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছেন পুরো দলের মধ্যে। এরপর যখন চূড়ান্ত সাফল্যটা এল, ইমরুল তাঁর আত্মতৃপ্তি লুকাতে পারলেন না, ‘যদি বলি যে খুব ভালো লাগেছে, তাহলেও পুরো অনুভূতি প্রকাশ করা হবে না। অর্জনটা তো ছোট নয়! একই বছরে বিপিএল আর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় অর্জন।’ এই দুই অর্জনের মধ্যে ইমরুল এগিয়ে রাখছেন প্রিমিয়ার লিগের শিরোপাটাকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us