নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। এরইমধ্যে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় তিনি। তার ঝুলিতে যোগ হয়েছে কিছু আন্তর্জাতিক পুরস্কারও। গতকাল (২৬ এপ্রিল) রাত ৮টায় একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছেন তিনি। যেখানে এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বাবা হুমায়ূন আহমেদের কারণে তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কিনা। আর এমন প্রশ্নে নুহাশ বিব্রত হয়েছেন।
লাইভ শেষে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়ে নুহাশ লেখেন, ‘‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতা আপনারা এই প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’’