You have reached your daily news limit

Please log in to continue


‘ডিজিটাল পাইরেসি’ নিয়ে উদ্বেগ

বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আবদুল আলীম। তিনি প্রায় পাঁচ শ গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে কিছু গান তিনি নিজেই রচনা করেছেন। বাবার গান অন্যের নামে চালিয়ে দেওয়া দেখে বিস্মিত হন তাঁর মেয়ে নুরজাহান আলীম। বাবার সৃষ্টিকর্মের সুরক্ষায় তিনি সরকারের কপিরাইট অফিসে দ্বারস্থ হয়েছেন।

একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী। বাবার ১৯টি অ্যালবামের গান রক্ষায় তিনিও ছোটাছুটি করছেন কপিরাইট অফিসে।

প্রয়াত আবদুল আলীম ও বারী সিদ্দিকীর সব সৃষ্টকর্মের কপিরাইট নিবন্ধনের চেষ্টায় আছেন এই দুই শিল্পীর দুই মেয়ে। উদ্দেশ্য—যাতে অন্য কেউ এই দুই শিল্পীর সৃজনশীল কাজের (মেধাসম্পদ) মালিকানা দাবি করতে না পারেন। বাংলাদেশ কপিরাইট অফিস মেধাসম্পদের আইনগত স্বীকৃতি দিয়ে থাকে।

এলমা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধন না করলে বাবার গানগুলোর অস্তিত্বই হারিয়ে যাবে একদিন। অন্য কেউ নিজের নামে তাঁর গান চালিয়ে দেবে। তাই নিবন্ধন করে নিচ্ছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো, বাবার সৃষ্টিশীল কাজের স্বীকৃতি। আশা করছি, শিগগিরই কপিরাইট অফিস থেকে নিবন্ধন পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন