সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণই হচ্ছে টাইফয়েড বা টাইফয়েড জ্বর। এই জ্বরের আরেক নাম ‘এন্টারিক ফিভার’। টাইফয়েডের লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে এবং অপর্যাপ্ত চিকিৎসায় এটি জটিলাকার ধারণ করতে পারে।
কারণ
দূষিত খাবার, পানি এবং দুধের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। ঘরের বাইরের অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার শাক-সবজি ও কাঁচা-ফলমূলও টাইফয়েডের জীবাণুর উৎস হতে পারে। আক্রান্ত ব্যক্তির মল দিয়ে পানি ও খাবার দূষিত হয়ে থাকে।
লক্ষণ
চিকিৎসাধীন থাকলেও টাইফয়েড জ্বর এক-দুই সপ্তাহের বেশি সময়জুড়ে স্থায়ী হতে পারে এবং লক্ষণগুলোও সপ্তাহ অনুসারে ক্রমান্বয়ে দেখা দেয়?