অ্যাপে গৃহকর্মী সেবা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৫:২৬

ঢাকায় বসবাস করেন কিন্তু কাজের বুয়া নিয়ে ভোগান্তিতে পড়েননি এমন মানুষের সংখ্যা যৎসামান্য বলা যেতে পারে। ঠিক একই ধরনের ভোগান্তি থেকে ২০১৭ সালে মাহমুদুল হাসান লিখন ও মেহেদী স্মরণ দুই ভাই মিলে এক উদ্যোগ শুরু করেন। তাঁদের সেই প্রচেষ্টার নামই হলো ‘হ্যালোটাস্ক’। এটি মূলত একটি অন ডিমান্ড গৃহকর্মী খোঁজার প্ল্যাটফরম।


অ্যাপটি ব্যবহার করে দৈনিক বা মাসিক ঘণ্টা ভিত্তিতে গৃহকর্মী ডেকে বাসাবাড়ির নানা কাজ করানো যায়। নানা চড়াই-উতরাই পেরিয়ে উদ্যোগটি সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ পেয়েছে। এর আগেও তাঁরা সিঙ্গারপুরভিত্তিক প্রতিষ্ঠান থেকে ও দেশীয় বিনিয়োগ পেয়েছেন।


শুরুর গল্প


হ্যালোটাস্কের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মাহমুদুল হাসান লিখন বলেন, ‘আমাদের বাসায় যে গৃহকর্মী ছিলেন, তিনি নানা অজুহাতে কাজে আসতেন না। তখন মনে হয়েছিল এটা শুধু আমার না, ঢাকা শহরের বেশির ভাগ বাসার গল্প। তাই এই যে বাস্তব একটি সমস্যা, এটিকে সমাধান করা গেলে এখানে অনেক বড় বাজার তৈরি করা সম্ভব। ’ সেই চিন্তা থেকেই হ্যালোটাস্কের কাজ শুরু করেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us