কলেরা-আমাশয়ে মরলেও মামলা হবে বিএনপি নেতাদের নামে: রিজভী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:৫৫

কলেরা, আমাশয় কিংবা আত্মহত্যা করে কেউ মারা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি ছাপা হচ্ছে, ভিডিও প্রচারিত হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। অথচ সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করলো বিএনপি নেতার বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীদের খুঁজে খুঁজে গ্রেফতার করে এ মামলায় ঢোকানো হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন- আমাশয়, কলেরা কিংবা অভিমানে কেউ আত্মহত্যা করলেও তার জন্য দায়ী হবে বিএনপির লোকজন।’


রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।


সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় তারা উন্নয়নের কথা বলেন। মনে হয় যেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। অথচ যিনি ফুল বিক্রি করছেন, তার উন্নয়নটা কোথায়? ইট ভেঙে জীবনযাপন করা নারীটির উন্নয়ন কোথায়? সরকারের আশির্বাদপুষ্ট কিছু লোকের উন্নয়ন হয়েছে বটে। তারা দেশের সম্পদ লুট করে কানাডায় বেগমপাড়া গড়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন ইউরোপ-আমেরিকায়। শেখ হাসিনার উন্নয়নের এটাই মূল বৈশিষ্ট্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

হেলমেটধারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : ডিবি

এনটিভি | ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়
২ বছর, ৬ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us