নিউ মার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভে বসেছে দলটি।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাদুর বিছিয়ে মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে শাখার নেতা-কর্মীরা এই বিক্ষোভ শুরু করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন এই সমাবেশে।
নেতা-কর্মীরা নিউ মার্কেট থানা বিএনপির সা্বেক সভাপতি ও বর্তমান মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি এবং নেতা-কর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নিচ্ছেন বিক্ষোভে।
ঢাকাসহ দেশের সব মহানগরে একযোগে এই বিক্ষোভ হচ্ছে। ঢাকায় এ কর্মসূচি বেলা ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় যে পাঁচটি মামলা হয়েছে, তার একটিতে বিএনপির ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে কয়েকশ মানুষকে আসামি করা হয়েছে