গতকালের দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী বয়ে যাওয়ার পর আজ সকালেই দেখা মিলেছে সূর্যের আলোর। সেই আলো তাপও ছড়াচ্ছে বেশ। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।আজ বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।