পিরিয়ড নিয়ে সমাজে এখনো অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আছে নানা কুসংস্কারও। অনেকেই পিরিয়ড নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে আগ্রহী হন না। নিজেরাই ধারণা করে নেন কোনটি ঠিক আর কোনটি ভুল।
নারীদের পিরিয়ডের সময় কতক্ষণ পরপর স্যানিটারি ন্যাপকিন বদলানো উচিত, এ নিয়েও রয়েছে নানা মুনির নানা মত! অনেকেরই ধারণা, এর ওপর নির্ভর করে মেয়েদের কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা আছে কি না, অথবা জরায়ুতে কোনো সমস্যা দেখা দিতে পারে কি না। অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের ধারণার পেছনে আদৌ কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি, নেই কোনো প্রমাণও।