ব্রাহ্মণবাড়িয়ায় তলিয়েছে ‘২০০ হেক্টর’ জমি, ৩০ শতাংশ ধান কর্তন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৩:০১

উজান থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদ-নদীর পানি বেড়ে ২০০ হেক্টরের মতো জমির ধান তলিয়ে গেছে; ফলে কৃষককে আধাপাকা ধান কাটতে হচ্ছে।


টানা তিন দিন ধরে পানি বাড়ায় সদর, ভলাকূট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ ছয়টি ইউনিয়নের হাওর এলাকার এসব জমি তলিয়ে গেছে।  


ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, “উজানের পানি নেমে আসার কারণে নাসিরনগরের তিতাস, বলভদ্র ও লঙঘর নদী সংলগ্ন প্রায় ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।”


“তবে হাওরেরে উজানের জমি এখনও সুরক্ষিত আছে। পানি আরও বাড়লে হাওরের মারাত্মক ক্ষতি হবে।”


হাওর এলাকায় প্রায় ৩২ হাজার দুই হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত নয় হাজার ৩১০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে; যা মোট জমির শতকরা ২৯ ভাগ বলে জানিয়েছে কৃষি বিভাগ।


আট থেকে ১০ দিন সময় পেলে সব জমির ধান কাটা হয়ে যাবে বলে কৃষকরা জানিয়েছেন।


তিন দিনে নদ-নদীতে দুই ফুটের বেশি পানি বেড়েছে উল্লেখ করে ভলাকূট গ্রামের কৃষক রহিছ মিয়া বলেন, “কয়েক দিন আগে শিলা বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। এবার সুনামগঞ্জের পানি এসে সব ধান ভাসিয়ে নিয়ে গেছে।“


বুধবার ভোর থেকে জেলায় ভারি বৃষ্টি হচ্ছে। এর ফলে বাকি ধান নিয়েও কৃষকের দুঃশ্চিন্তা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us