নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনও ঢাকা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে এমন পরিস্থিতি দেখা যায়।
ঘটনাস্থল থেকে সমকালের প্রতিবেদক জাকারিয়া ইবনে ইউসূফ জানান, সন্ধ্যার পর থেকেই শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে আছেন। অপরদিকে ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন নিউ মার্কেট এলাকার ওভারব্রিজের নিচে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন সময় কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। অনেক সময় দোকানের কর্মচারীরা ইডেন বা অন্য কলেজের নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এ ছাড়া সন্ধ্যায় ইডেনের ছাত্রীদের মিছিলেও কটূক্তি করা হয়েছে।
অপরদিকে ব্যবসায়ীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভাংচুর চালাচ্ছে বলে আমরা অবস্থান নিয়েছি।