নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর আবাসিক হল বন্ধ করার ঘোষণা দেওয়ায় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রেখেছিলেন ক্ষুব্ধ ছাত্ররা। অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ চলার সময়ও কলেজের সামনের রাস্তায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মে পর্যন্ত কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা করেন এবং বিকেলের মধ্যেই হল খালি করার নির্দেশ দেন। এ নির্দেশ প্রত্যাখ্যান করে বেলা সাড়ে তিনটার দিকে ছাত্ররা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে ছাত্ররা ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রভৃতি স্লোগান দেন।