ঢাকা কলেজের সামনের ফটক থেকে বেরিয়ে রাস্তায় এসে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ইটপাটকেল ছুড়ছেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়ছে। রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও চন্দ্রিমা মার্কেটের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। ব্যবসায়ীরাও রাস্তায় রয়েছেন।
গতকাল সোমবার রাতের পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীদের অনেকে ঢাকা কলেজের ভেতরে চলে যান। ব্যবসায়ীরা রাস্তায় অবস্থান নেন। শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন। ব্যবসায়ীরাও ইটপাটকেল ছোড়েন। পুলিশও সাঁজোয়া যান থেকে থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়তে থাকে।
দুপুরের দিকে ঢাকা কলেজের উল্টো দিকে নূরজাহান মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আধা ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন।