জিমেইলে নির্দিষ্ট সময়ে নির্বাচিত ই-মেইল পড়বেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৪:৩৭

কাজে ব্যস্ত থাকার সময় কোনো ই-মেইল এলে আমরা সাধারণত সেটি দ্রুত পড়ে থাকি। খুব বেশি প্রয়োজন না হলে ই-মেইলের খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করি না। পরে অবসর সময়ে পড়ার ইচ্ছে থাকলেও ই-মেইলগুলো ইনবক্সের নিচে চলে যাওয়ায় তা আর পড়া হয়ে ওঠে না। জিমেইল ব্যবহারকারীরা চাইলেই স্নুজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে ই-মেইলগুলো ইনবক্সের ওপরে দেখতে পারবেন।


জিমেইলে স্নুজ সুবিধা ব্যবহারের জন্য আপনি যে ই-মেইলটি পরে পড়তে চান, সেটি নির্বাচন করে ওপরে থাকা ঘড়ির আইকনে ক্লিক করতে হবে। Snooze until মেনু থেকে প্রয়োজনমতো সময় নির্বাচন করলেই ই-মেইলটি মুছে যাবে এবং নির্দিষ্ট সময়ে ইনবক্সের ওপরে প্রদর্শন করবে। Snooze মেনুর Pick date & time অপশন থেকে ইচ্ছামতো সময়ও নির্ধারণ করা যাবে। আপনি চাইলে একাধিক ই-মেইলকে একই সময়ে স্নুজ করতে পারবেন। পরবর্তী সময় স্নুজ করা সব ই-মেইলের তালিকা দেখতে চাইলে বাঁ পাশের ওপরে থাকা মেইল মেনু থেকে Snoozed অপশন নির্বাচন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us