নিউমার্কেটে সংঘর্ষে সড়ক বন্ধ, যানজট পুরো ঢাকায়

প্রথম আলো প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৪:১২

রাজধানীতে কর্মদিবসগুলোতে যানজট লেগেই থাকে। আজও এর ব্যত্যয় হয়নি। কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটে নাকাল রাজধানীবাসীর অবস্থা আরও করুণ হয়ে ওঠে।


রাজধানীর শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যানবাহন চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ ধরে যানবাহনের ভেতরে থাকতে হচ্ছে যাত্রীদের।

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামলেও আজ সকাল সোয়া ১০টার দিকে আবার শুরু হয়। নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কে শত শত যানবাহন আটকে আছে।


ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, এই সংঘর্ষের কারণে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে মিরপুর সড়কে যানজট বেশি। অন্য সড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

হেলমেটধারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : ডিবি

এনটিভি | ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়
২ বছর, ৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us