চলছে বৃষ্টিবিহীন, বৈশাখী দিন। সেলসিয়াসের পারদ ক্রমাগত ওপরের দিকে উঠছে তো উঠছেই। এদিকে গরমে প্রাণ অতিষ্ঠ। আমাদের মতো একটি গ্রীষ্মপ্রধান দেশে বাসায় একটি এয়ার কন্ডিশনার বা এসি থাকাটা এখন আর বিলাসিতা নয়। গরমে শরীর শীতল করার বাইরেও এয়ার কন্ডিশনারের বেশ কিছু কাজ আছে।
হাঁপানি সংক্রমণের আশঙ্কা হ্রাস
আপনি কি জানেন, আপনার বাড়ির এয়ার কন্ডিশনারটি আপনার অ্যাজমা অ্যাটাক হওয়ার আশঙ্কা কমাতে সাহায্য করতে পারে? এসি শুধু বাড়ির আর্দ্রতা কমায় না, এটি অ্যালার্জেনও কমায়। অ্যালার্জেন হলো ফুলের পরাগ রেণু, ধুলোবালি বা অন্যান্য বায়ুবাহিত জিনিসপত্র, যেগুলো মূলত হাঁপানিসহ বিভিন্ন রোগের কারণ।