বক্স অফিস কাঁপানো ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এডিট করেন ১৯ বছরের তরুণ!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১৬:৩৪

‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর সাফল্য সবারই জানা! প্রথম দিনের আয়ের হিসাবে ‘আরআরআর’ এবং ‘বাহুবলি-২’-এর পর তিন নম্বরে রয়েছে এই ছবি। গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়া সুপারস্টার যশের এই কন্নড় ছবির হিন্দি ভার্সন মাত্র দুই দিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে। এত বাঁধভাঙা সাফল্য যে ছবির, সেই ছবির প্রধান সম্পাদক (এডিটর) মাত্র ১৯ বছরের এক তরুণ।


ভারতীয় গণমাধ্যম বলছে, ছবির অ্যাকশনের দৃশ্য, নিউ এজ এডিট স্টাইলে মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী।


ছবিতে যে ধরনের টেকনোলজি ব্যবহার করেছেন পরিচালক প্রশান্ত নীল তা প্রশংসার যোগ্য। এর মাঝেই যে তথ্য উঠে আসছে তা বেশ চমকে দেওয়ার মতো। এই ছবির এডিটরের নাম উজ্জ্বল কুলকার্নি।


হিন্দুস্তান টাইমস বলছে, জনপ্রিয় ছবির ফ্যান মেড ট্রেলার তৈরি করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করেন উজ্জ্বল। কেজিএফ-১-এর একটি ফ্যান মেড ট্রেলার বানিয়েছিলেন উজ্জ্বল, যা চোখে পড়ে যায় পরিচালকের। আসলে ওই ট্রেলারটি দেখে ১৯ বছরের তরুণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কেজিএফ চ্যাপ্টার-২ সম্পাদনা করার গুরুদায়িত্ব প্রশান্ত তুলে দেন উজ্জ্বলের কাঁধে। সহকারী হিসেবে নয়, এই ছবির ফাইনাল কাট বেরিয়ে এসেছে উজ্জ্বলের হাত দিয়েই।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us