মেট্রোরেলের ভাড়া: এখনও কোনো সিদ্ধান্ত হয়নি

ডেইলি স্টার প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১৩:৪০

দীর্ঘদিন অপেক্ষার পর মেট্রোরেল সেবা এ বছরের ডিসেম্বর মাস থেকে চালু হওয়ার কথা। তবে এখনও মেট্রোরেলের ভাড়া নির্ধারিত হয়নি। 


গতকাল একটি নমুনা ভাড়ার তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়টি আবারও সামনে এসেছে। অনেকেই দ্য ডেইলি স্টারের সঙ্গে যোগাযোগ করে এই ভাড়ার তালিকার সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন।


২০২০ এর সেপ্টেম্বরে মেট্রোরেলের ভাড়া নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। গত দেড় বছরে এই কমিটি মাত্র ২টি বৈঠক করেছে এবং বৈঠকের শেষে সিদ্ধান্ত হয়, ভাড়ার বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে একটি 'সুনির্দিষ্ট প্রস্তাব' চাওয়া হবে।


মেট্রোরেলের বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি ভাড়ার প্রস্তাব জমা দিতে প্রায় ১ বছর সময় নেয়।


সূত্রদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা এবং ন্যুনতম ভাড়া হিসেবে ২০ টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কমিটি এখনও এই প্রস্তাব গ্রহণ করেনি, কারণ এতে সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্যের অভাব রয়েছে।


কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ডিএমটিসিএল কমিটির কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে।


ইতোমধ্যে, জনসাধারণের মনে ভাড়া নিয়ে কৌতূহল আরও বেড়েছে, বিশেষত এ বছরের ডিসেম্বর মাস থেকে আংশিক কার্যক্রম শুরুর ঘোষণার পর থেকে।


এমআরটি-৬ নামে পরিচিত দেশের প্রথম মেট্রোরেললাইন নির্মাণাধীন অবস্থায় আছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন তৈরি হবে। বাস্তবায়নের পর এ প্রকল্পের মোট খরচ দাঁড়াবে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।


এই লাইনকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষ কাজ করছে। এই উদ্যোগ সফল হলে প্রকল্পের খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us