রাশিয়াভিত্তিক হ্যাকার দল ‘ফ্যান্সি বেয়ার’-এর সাতটি ডোমেইন জব্দ করেছে মাইক্রোসফট। উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, ইউক্রেইনের সংবাদসংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিমালা বিষয়ক থিংক ট্যাংক এবং নানা সরকারি সংস্থার ওপর সাইবার হামলা চালাতে ব্যবহৃত হয়েছে ডোমেইনগুলো।
সাইবার অপরাধ জগতে ‘স্ট্রোনিয়াম’ এবং ‘এপিটি২৮’ নামেও পরিচিতি আছে ‘ফ্যান্সি বেয়ার’-এর। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে হ্যাকারদের দলটির সংশ্লিষ্টতার কথা আগেই জানিয়েছিলেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
ডোমেইনগুলোর দখল নেওয়ার জন্য ৬ এপ্রিল মাইক্রোসফট আদালতের অনুমতি পেয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ডোমেইনগুলোকে পরে একটি ‘সিংকহোল’-এর দিকে ঘুরিয়ে দেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ‘সিংকহোল’ আদতে সাইবার নিরাপত্তা গবেষকদের ব্যবহৃত একটি বিশেষ সার্ভার; ক্ষতিকর ইন্টারনেট সংযোগগুলোকে এ ধরনের সার্ভারে ‘আটক করে বিচার-বিশ্লেষণ করে দেখা হয়’ বলে জানিয়েছে ভার্জ।
সর্বশেষ সাতটি ডোমেইন জব্দ করার আগেই ফ্যান্সি বেয়ারের একশ’র বেশি ডোমেইন জব্দ করার দাবি করেছে মাইক্রোসফট।