কাল আসছে গ্যাসের বড় চালান, সংকট কাটার প্রত্যাশা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৭:৫৪

বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় রোজার প্রথম দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এই গ্যাস সংকট সমাধানে একটি বড় চালান (২৯৫০ মিলিয়ন ঘনফুট) এলএনজি ভর্তি কার্গো বৃহস্পতিবার দেশে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান।


নসরুল হামিদ ফেসবুক পেজে লিখেছেন, ‘বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us