অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই বিএনপিকে নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসির সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। গত মাসেও শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় বৈঠক করে ইসি।
ফরিদা ইয়াসমিন বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে অবশ্যই বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকেই। কারণ সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব ইসির। এজন্য বিএনপিকে নির্বাচনে আনতে ইসির এখনই উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে সবার আগে সাধারণ জনগণকে আস্থায় আনতে হবে। সাধারণ জনগণকে আস্থায় আনতে না পারলে গ্রহণযোগ্য ভোট হবে না। সব দলকে নির্বাচনে আনার পাশাপাশি জনগণকেও আস্থায় এনে ভোটের মাঠে আনতে হবে।
দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের তৃতীয় দফার সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও ১১ জন তাদের ডাকে সাড়া দেননি।