You have reached your daily news limit

Please log in to continue


আপনার সন্তানের কি কোনও বিশেষ প্রতিভা আছে? বুঝবেন কোন উপায়ে

সব বাবা-মা চান তাঁর সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্রেও শান দিতে নানা পন্থা অবলম্বন করেন অবিভাবকেরা। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। অনেক শিশুর মধ্যেই বিশেষ কিছু প্রতিভা থাকে। এই বয়স থেকেই তাঁদের নানা হাবভাবে সেই লক্ষণগুলি প্রকাশ পায়।

অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে শিশুর মনে বাড়তি চাপ তৈরি করবেন না। বরং শিশুরা যে কাজ ভালবেসে করতে চাইছে, তাতে উৎসাহ দিন। আপনার সন্তান কোন বিষয় প্রতিভাবান, তা বুঝবেন কী করে?১) বহু শিশুই গল্প শুনতে ভালবাসে। আপনার সন্তান যদি গল্প শোনার সময়ে শব্দ ও বইয়ের প্রতি আকৃষ্ট হয়, ১৪ মাসে বাক্য তৈরি করতে শিখে যায়, তা হলে বুঝতে হবে যে তার মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে। এ ক্ষেত্রে লক্ষ করবেন, খুদেটি আপনার মৌখিক নির্দেশগুলি সহজেই ধরে ফেলছে।

সেই অনুযায়ী কাজও করছে।২) আপনার শিশুর কি ছোট থেকেই বই পড়ার অভ্যাস রয়েছে? অবসর সময়ে কার্টুন কিংবা মোবাইল ফোন নিয়ে নয়, বইয়ের নেশায় ডুবে থাকতে বেশি পছন্দ করে? এ ক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি নজর দিতে হবে। তাঁদের বয়স উপযোগী আরও নতুন বই কিনে দিন। তারা কতটা তাড়াতাড়ি সেই বই পড়তে পারছে কিংবা কতটা মনে রাখতে পারছে, সে লক্ষণগুলি নজরে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন