বিএনপির অঙ্ক না মেলার কারণ সূত্র না জানা: শাজাহান খান

প্রথম আলো প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৯:১৭

সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গঠন করতে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খান বলেছেন, বিএনপি সূত্র জানে না বলেই অঙ্ক মেলাতে পারছে না। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় পার্টি (মঞ্জু) আয়োজিত এক অনুষ্ঠানে এমন বক্তব্য করেন তিনি।


সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি বলছে, তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে, কার সঙ্গে জাতীয় ঐক্য হবে? জাতীয় ঐক্যের ভিত্তিটা কী হবে? রাজাকার-আলবদর; মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছে, মা–বোনদের ধর্ষণ করেছে, আমাদের বাড়িঘর জ্বালায়ে-পুড়িয়ে ছারখার করেছে, তাদের সঙ্গে জাতীয় ঐক্য? তাদের সঙ্গে জাতীয় ঐক্য হবে কোত্থেকে? সুতরাং আপনারা (বিএনপি) রাজাকার-আলবদরদের নিয়ে থাকেন। ২০০৬ সালের ৬ জুন পল্টন ময়দানে জামায়াতের রোকন সম্মেলনে বিএনপি নেতারা ও তারেক রহমান বলেছিলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কী করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য হয়? আর এ কারণেই অঙ্কের ভুল। ওনারা সূত্র জানেন না বলেই অঙ্ক মেলাতে পারছেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us