‘নড়িয়া এখন নদীভাঙনের ঝুঁকিমুক্ত’

এনটিভি প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৩:৪০

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করায় সারা দেশে নদীভাঙন কমে এসেছে।’


গতকাল শনিবার রাতে শরীয়তপুরের নড়িয়ায় ‘জয় বাংলা অ্যাভিনিউ’ উদ্‌বোধনকালে পানিসম্পদ উপমন্ত্রী এ কথা বলেন।


নড়িয়ার বেড়িবাঁধের পাশে সুরেশ্বর থেকে মোক্তারেরচর পর্যন্ত তৈরি করা হয়েছে আট কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক। এরই নাম দেওয়া হয়েছে ‘জয় বাংলা অ্যাভিনিউ’। অ্যাভিনিউটি গতকাল উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।


পানিসম্পদ উপমন্ত্রী বলেন, “এখন নড়িয়া নদীভাঙনের ঝুঁকিমুক্ত। এটা একটি পর্যটন এলাকায় রূপ নিয়েছে। নড়িয়া উপজেলার পদ্মার ডান তীরকে আমরা ‘জয় বাংলা অ্যাভিনিউ, নড়িয়া’ নামকরণ করেছি। স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে জাতীয় স্লোগানের প্রতি শ্রদ্ধা রেখে এ সড়ক উদ্‌বোধন করা হচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us