You have reached your daily news limit

Please log in to continue


পণ্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক অর্জন ম্লান করতে পারে

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে চাকরি থেকে অবসরের আগে তিনি বাণিজ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ষাটের দশকের শেষদিকে গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিবিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

গোলাম রহমান: বিশ্বের অনেক দেশেই করোনা-পরবর্তী সময়ে মুদ্রাস্ম্ফীতি দেখা দিয়েছে। আবার সরবরাহ ঘাটতির কারণে আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম এখন বেশ চড়া। একই সঙ্গে পরিবহনের জাহাজ ভাড়া বেড়েছে। ডলার-টাকার মূল্যহারের অবমূল্যায়নে টাকার অঙ্কে আমদানিমূল্য বেড়েছে। শতাংশ হিসাবে আরোপিত শুল্ক্ক-করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেল, চিনি, ডাল, চালসহ অতিপ্রয়োজনীয় কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছে মাত্র কয়েকটি আমদানিকারক, পরিশোধনকারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের বাজারে তার প্রভাব পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন