ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল রান। নিজেকে খুঁজে ফিরছিলেন মোহাম্মদ নাঈম শেখ। শেষ পর্যন্ত যেন পথ খুঁজে পেলেন বাঁহাতি এই ওপেনার। লড়াকু ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে করলেন দুর্দান্ত সেঞ্চুরি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আবাহানীর বাঁহাতি ওপেনার নাঈম।
টস হেরে মঙ্গলবার ব্যাট করতে নেমে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল আবাহনী। সেখান থেকে দলকে উদ্ধার করেন নাঈম।
গত বিপিএল একদমই ভালো কাটেনি বাঁহাতি এই ওপেনারের। জাতীয় দলের মূল ওপেনার হলেও দলে প্রিয় পজিশনে ব্যাট করার সুযোগ পাননি খুব একটা। কোনো পজিশনেই খেলতে পারেননি কার্যকর কোনো ইনিংস।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, ‘মেন্টালি ডিপ্রেসড’ অবস্থায় আছেন নাঈম। সপ্তাহ না গড়াতেই তাকে রাখা হয় টি-টোয়েন্টি দলে। সেখানে ভালো করতে পারেননি তিনি, দুই ম্যাচে করেন দুই ও ১৩ রান।