ইসির সংলাপ আজ শুরু, সংশয় থাকছেই

প্রথম আলো প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৩:৫৮

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অংশীজনদের মতামত নিয়ে একটি কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে ইসি সংলাপের আয়োজন করছে।


অবশ্য এই সংলাপ শেষ পর্যন্ত কতটুকু সফলতা বয়ে আনবে, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংশয় আছে। ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ইতিমধ্যে বলেছে, ইসি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এদিকে প্রথম দিনের সংলাপে আমন্ত্রিত শিক্ষাবিদদের অনেকে যাচ্ছেন না। তাঁদের কেউ কেউ বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অতীত অভিজ্ঞতায় তাঁরা মনে করছেন, এই সংলাপ অর্থবহ কিছু হবে না। আগেও এ ধরনের সংলাপ হয়েছে, কিন্তু তাতে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি ইসি। এটি একটি লোক দেখানো প্রক্রিয়া। এ কারণে তাঁরা সংলাপে যাচ্ছেন না। এর বাইরে ব্যক্তিগত কারণ, অসুস্থতা ও দেশের বাইরে থাকায়ও কেউ কেউ আজ সংলাপে যাবেন না।


ইসি সূত্র জানায়, আজ সংলাপে অংশ নিতে কমিশন ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছে। বেলা তিনটায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হবে। এতে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। আমন্ত্রিত ৩০ জন শিক্ষাবিদের মধ্যে গতকাল শনিবার ১০ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। পাঁচজন জানিয়েছেন, তাঁরা সংলাপে যাচ্ছেন না। একজন বলেছেন, তিনি যাবেন কি না, সিদ্ধান্ত নেননি। বাকি চারজন জানিয়েছেন, তাঁরা ইসির সংলাপে অংশ নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us