অনেক সময়ে গুগল ক্রোমে অনেক ওয়েবসাইট ঠিকভাবে খুলতে চায় না। কিন্তু ফায়ার ফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে সেই সাইট সহজেই খুলে যায়। আবার এর উল্টোটাও হয়। এবার সেই সমস্যাটা দূর করতে একসঙ্গে বসলেন ডেভেলপাররা।
'ইন্টারলপ ২০২২' নামে এক নতুন উদ্যোগে সামিল হয়েছে গুগল, মাইক্রোসফট এবং মোজিলা। সমস্ত ওয়েবসাইটই যাতে সব ব্রাউজারে সমানভাবে খোলে, তা নিশ্চিত করবে তিন ব্রাইজারের ডেভেলপাররা।