ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সহায়তায় তাঁর দেশের রাসায়নিক অস্ত্র তৈরি করার রুশ দাবি প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রও এই ধরনের দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনে রাসায়নিক বা গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা নিয়ে রাশিয়ার দাবি খণ্ডন করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার ওই দাবি ইউক্রেনের বিরুদ্ধে অনুরূপ অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের ন্যায্যতা দেওয়ার জন্য একটি উছিলা মাত্র।
জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করলে কঠোরতম নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।