রোজার মাসে অতিরিক্ত লাভের জন্য কিংবা লোভে পড়ে ‘জনগণকে জিম্মি করে’ ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধভাবে পণ্য মজুদদারি, সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকে বিরত থাকতে হবে।
“যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থবিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযমী হতে হবে।”
রমজানে কোনো ‘অসাধু চক্রের কারসাজি’ সফল হতে দেওয়া হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বাজারে যে কোনো ধরনের জনস্বার্থবিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেননি, নিবে না এবং প্রশ্রয়ও দেবেন না। আশার কথা হল, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না।”