চার রাজ্যে এগিয়ে বিজেপি, কংগ্রেসের ভরাডুবির শঙ্কা

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১২:৩৪

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আবারও ক্ষমতার মসনদ দখল করতে যাচ্ছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে পাঞ্জাবে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে রয়েছে। বিপরীতে বিরোধী দল কংগ্রেসের ভরাডুবির শঙ্কা করছে নির্বাচনী বিশ্লেষকরা।


বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় পাঁচ রাজ্যের আনুষ্ঠানিক ভোট গণনা শুরু হয়। পাঁচ রাজ্যের এ নির্বাচনকে বলা হচ্ছে ‘মেগা নির্বাচন’ বা ‘সেমিফাইনাল’। কারণ আগামী লোকসভা নির্বাচনের আগে এর চেয়ে বড় নির্বাচন আর নেই।


বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভারতের সবচেয়ে বড় প্রদেশ উত্তরপ্রদেশে ২৭০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ওই অঞ্চলের মোট আসন হচ্ছে ৪০৩। নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ২০২ আসন।


উত্তরপ্রদেশের ইতিহাসে টানা দ্বিতীয়বার জয়ী হওয়ার কোনো ইতিহাস নেই। টানা দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হয়ে যোগী আদিত্যনাথ নতুন ইতিহাস গড়লেন। ভবিষ্যতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেক এগিয়ে থাকবেন বলে আশা করছে বিশ্লেষকরা।


পাঞ্জাব প্রদেশের মোট আসন ১১৭। পাঞ্জাবে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) এখনও পর্যন্ত ৮৯ আসন পেয়ে এগিয়ে রয়েছে। ওই অঞ্চলে জয়ের জন্য প্রয়োজন ৫৯টি আসন। আম পার্টির কাছে ভরাডুবি ঘটেছে বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us