সেদিনকায় ত্যালের দাম সাত ট্যাকা বাড়াইল, ফের বলে ত্যালের দাম বাড়াওচে। সরকার যদি এক ট্যাকা বাড়ায়, তা দোকানদার হামারটে তিন ট্যাকা বেশি নেয়। খালি ত্যালে নোয়্যায়, সবজির দাম, মাংসোরও দাম বাড়চে। হাটোত ব্যবসায়ীরা দাম বাড়ার পতিযোগিতাত নামচে। ক্যামবা করি হামরা সংসার চালামো চিন্তা করি পাওঁছি না। এমন করি দাম বাললে (বাড়লে) চুরি করিবার নাগিবে।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী বাজারে নিম্ন আয়ের মানুষের যখন নাভিশ্বাস, সেই পরিস্থিতিতে নিজের অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন দিনমজুর সাদেকুল ইসলাম।