যাতায়াত সুবিধার জন্য সরকারি যানবাহন অধিদপ্তর পুল থেকে অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনারকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন। ওইদিনই মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শপথ নেওয়ার পরই সদ্য সাবেক সিইসি কে এম নূরুল হুদার ব্যবহৃত বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) পরিবহন পুল থেকে নতুন সিইসির নামে বরাদ্দ দেওয়া হয়।
সিইসির গাড়িচালক রাজীব মোল্লা জাগো নিউজকে জানান, সাবেক সিইসি স্যার পদ ছাড়ার পর গাড়িটি পরিবহন পুলে জমা দেওয়া হয়। গতকাল শপথ নেওয়ার পর নতুন সিইসি স্যারের বাসায় বিএমডব্লিউ গাড়িটি পাঠানো হয়।