নির্মাণকাজে বাধা এড়াতে খসড়া এসওপি প্রণয়ন

যুগান্তর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৬

বাংলাদেশ ও ভারত সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণের জন্য নতুন নির্দেশিকা তৈরি করছে দুই দেশ। এরই অংশ হিসাবে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) খসড়া তৈরি করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক)। খসড়াটি চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের অনুরোধ জানিয়ে সম্প্রতি নৌপরিবহণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। প্রাথমিক এসওপিতে ওই এলাকায় অবকাঠামো নির্মাণের স্থান ও উচ্চতা নির্ধারণ এবং অনুমোদনের বিষয়গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। অপর দিকে ভারতও একটি খসড়া এসওপি তৈরি করেছে। এর একটি কপিও বাংলাদেশকে দিয়েছে তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।


জানা গেছে, সীমান্তের ১৫০ গজের মধ্যে দুই দেশের চার-পাঁচটি স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজ ভারতের সীমান্তরক্ষী বর্ডার গার্ড ফোর্সেসের (বিএসএফ) বাধায় আটকে আছে। এর পরিপ্রেক্ষিতেই এসওপি প্রণয়নের কাজ চলছে। বর্তমানে সিলেটের শেওলা, খাগড়াছড়ির রামগড় ও ফেনীর বিলোনিয়ায় অবকাঠামো নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে দুটি প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছে। হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজও বাধার কারণে বন্ধ ছিল। পরে সেটির কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের ৪২৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us