‘সুইফট’ নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা

বার্তা২৪ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১

বিশ্বের সর্ববৃহৎ আর্থিক লেনদেনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও পশ্চিমা নেতারা।


স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।


এছাড়া এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহ পশ্চিমা অঞ্চলগুলো ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।


বিবৃতিতে নেতারা বলেন, ‘যেহেতু রাশিয়ার সৈন্যরা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা চালিয়েই যাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আটকাতে সংকল্পবদ্ধ। রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের অর্থনীতি থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে। রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us