খুলনা নগরের রূপসা পাইকারি কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। সেখানে কেউ সিগারেট খেয়ে ককশিটের ওপর ফেলেছিল বলে তাঁরা ধারণা করছেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাঁচাবাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে।