You have reached your daily news limit

Please log in to continue


আজিমপুর কবরস্থানে চিরশায়িত কাওসার আহমেদ চৌধুরী

তুমুল জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হয় কাওসার আহমেদ চৌধুরীর। এর আগে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। কাওসার আহমেদ চৌধুরী একাধারে কবি, লেখক, গীতিকার, জ্যোতিষী, চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। কাওসার আহমেদের কথায় অসাধারণ কিছু গানে সুর করেন লাকী আখন্দ।

একটি ছিল ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘পলাতক সময়ের হাত ধরে’, আরেকটি সামিনা চৌধুরীর গাওয়া ‘বলো না তুমি কোথায়?’ জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এই রুপালি গিটার ফেলে’, লাকী আখন্দের কণ্ঠে ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন