ভাষা আন্দোলনের বিস্মৃত এক শহীদ নারী

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি, বাঙালি জাতির জন্য এক বিশাল অর্জন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার, সফিকসহ নাম না-জানা অনেকেই নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা পেয়েছি। আমরা অনেকেই জানি না বায়ান্নর ভাষা আন্দোলন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ভাষা আন্দোলন হয়েছে এবং আত্মাহুতির মাধ্যমে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করা হয়েছে।


১৯৩৭ সালে অবিভক্ত ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে তামিল ভাষা, স্বাধীনতার পর ১৯৬১ সালে আসামের শীলচরে বাংলা ভাষা, ১৯৭৬ সালে দক্ষিণ আফ্রিকায় জুলু ভাষা, লাটভিয়ায় রুশ ভাষা প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন হয়েছে। এ ছাড়া ইউরোপের বেলজিয়ামে ফ্রেঞ্চ-জার্মান-ডাচ ভাষা, বলকান অঞ্চলে, স্পেনের বিভিন্ন অঙ্গরাজ্যে, আফ্রিকার গোল্ড কোস্ট অঞ্চলের বিভিন্ন ভাষা নিয়ে আন্দোলন হয়। ঊনবিংশ শতাব্দীতে গোটা মধ্যপ্রাচ্যে আরবি-ফারসি-তুর্কি কিংবা মেক্সিকোর উত্তরাংশে স্প্যানিশ-ইংরেজি; সপ্তদশ-অষ্টদশ শতাব্দীতে চীনে ম্যান্ডারিন-মাঞ্চুরিয়ান ভাষার মধ্যে বিরোধ ছিল অন্যতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us