সদ্য প্রয়াত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাপ্পি লাহিড়ীকে সম্মান জানাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম ইনিংসের শেষের দিকে মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে শ্রদ্ধাঞ্জলি সংবলিত বার্তা। বাপ্পি লাহিড়ী জড়িয়ে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে (বিপিএল)। প্রথম বিপিএলের থিম সংয়ের সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী।
২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে 'এলো এলো শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ' শিরোনামের সেই গানটি উদ্বোধনী অনুষ্ঠানে সমবেতভাবে গেয়েছিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিত, ভারতের শান এবং স্বয়ং বাপ্পি লাহিড়ী। এরপরের একাধিক বিপিএল আসরেও বাপ্পি লাহিড়ী জড়িয়ে ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ৬৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী বাপ্পী লাহিড়ী।