সৌদি প্রবাসীরা অনলাইনেই পাবেন প্রয়োজনীয় সেবা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৫

সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের প্রয়োজনীয় সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ইকামার মেয়াদোত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে কিন্তু দেশে ফিরতে ইচ্ছুক, এমন প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।


রোববার (১৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সেবা নিতে আসা কয়েকশ অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী যাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে তারা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে bangladeshembassy.org.sa প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তার আবেদনের আপডেটও দেখে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us