পাঁচ বিধবার ছবিটি কী জানান দেয়?

বাংলা ট্রিবিউন জোবাইদা নাসরীন প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৯

জোবাইদা নাসরীনছবিটি গতকাল থেকেই ফেসবুকে ঘুরছিল। এর আগে কয়েকটি জাতীয় দৈনিকেও ছাপা হয়েছে। ছবিটি খুবই করুণ। পাঁচ জন অল্প বয়সী বিধবা নারী সাদা শাড়িতে এবং আরও তিন জন আবুঝ সন্তান ছোট্ট ছোট্ট সাদা ধুতিতে ধর্মীয় আচার পালনের কিছু উপকরণ হাতে দাঁড়িয়ে। ছবিটি অনেককেই স্তম্ভিত করেছে, বেদনার্ত করেছে। প্রকাশিত এই ছবিটির সঙ্গে আরেকটি ছবির অনেক মিল। তবে সেই ছবিতে বিধবাদের সংখ্যা বেশি। আর দুই ছবির প্রেক্ষাপটও ভিন্ন। একটি স্বাধীনতা যুদ্ধের লোমহর্ষকতার, আরেকটি স্বাধীন দেশে হত্যার ছবি।


সাম্প্রতিক ছবিটি মনে করিয়ে দেয় বাংলাদেশের বিধবাদের গ্রামের কথা। সেই গ্রামটি কখনও বিধবাদের গ্রাম ছিল না। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির অপরাধের একটি হলো একাত্তরের সোহাগপুর গণহত্যা। এতে একদিনে ৫৭ জন নারী বিধবা হন শেরপুরের নালিতাবাড়ির অদূরে এই গ্রামটিতে। আর সেই থেকেই গ্রামটির নাম হয় ‘বিধবা পল্লি।’ ওয়েটিং উইডো’ শিরোনামে একটি ক্যাম্পেইন সেই বিধবাদের সামনে এনে সেই গণহত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিচারের দাবিকে আরও বেগবান করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us